ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

জুলাইয়ের গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা আব্দুস সাত্তার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সাত্তার সরকার উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। তিনি জানান, গ্রেপ্তার ওই নেতার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত