ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গণফোরামের কর্মী সম্মেলন

গণফোরামের কর্মী সম্মেলন

মুন্সীগঞ্জে ১৮ বছর পর গণফোরামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি হল রুমে গণফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে মুন্সীগঞ্জ জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরামের সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মিজানুর রহমান। সম্মেলনে গণফোরামের মুন্সীগঞ্জ জেলার আহবায়ক অ্যাড. গাজী আলাউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সেলিম আকবর, জেলার সদস্য সচিব আবদুল মতিন সরদার, সমন্বয় কমিটি সদস্য শাহ নূরুজ্জামান, উপকমিটির দপ্তর সদস্য সচিব মুহাম্মদ রওশন ইয়াজদানী, স্বেচ্ছাসেবক উপকমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম সাগর। গণফোরামের সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন শেখ হাসিনা সরকার রাজনৈতিকভাবে আমাদের প্রতিষ্ঠিত হতে দেয়নি। ছাত্র জনতা বিল্পব করে শেখ হাসিনা সরকারকে পরাস্ত করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত