ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসায়ী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্যবসায়ী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রাজু বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়া নিহত হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করা হয়। এ মামলায় ওই আওয়ামী লীগ নেতা এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত