ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন

মুন্সীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন

মুন্সীগঞ্জে ট্রলার চালক আবু তালেবকে হত্যার দায়ে আনিছ নামের এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অন্য আসামি সেলিম মিয়াকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

গতকাল সোমবার মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় দেন। এ সময় ছয়জনকে মামলার দায় হতে খালাস দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী হাছান ছারওয়াদী।

সাজাপ্রাপ্ত আসামি আনিছ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে ও আসামি সেলিম মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চিৎকার গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আসামিরা পলাতক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত