ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভুয়া শ্রমিক দিয়ে ইউনিয়ন গঠনের অভিযোগ

ভুয়া শ্রমিক দিয়ে ইউনিয়ন গঠনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া শ্রমিক দিয়ে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন গঠনের অভিযোগ উঠেছে।

এমনকি সাধারণ সভায় পুরনো সদস্যদের অংশগ্রহণ করতে দেয়া হয়নি। উল্টো তাদের মারধর করে সভা থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন মোটর শ্রমিকরা। গত রোববার শ্রমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য মোজাম্মেল হক বীর, ফজলে রাব্বী, মোশারফ হোসেন মুসা। এ সময় শ্রমিক নেতা সাইদুর রহমান ও আনারুল ইসলাম আনার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এতদিন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নং ৪৭৪) জেলা মোটরশ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নং ৩০৬৩) একিভূত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। গত ৫ আগস্টের পর কতিপয় সদস্য মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা কার্যক্রম শুরু করে। কিন্তু ওই ইউনিয়নে প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে ভুয়া শ্রমিকদের সদস্য দেখানো হয়েছে। তাদের নিয়ে গত শনিবার সাধারণ সভারও আয়োজন করা হয়। মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মোজাম্মেল হক বীর বলেন, আমরা সংগঠনের পুরনো সদস্য। আমাদের না ডেকেই তারা সাধারণ সভা করছিল। খবর পেয়ে সেখানে গেলে আমাদের মারধর করা হয়। এতে ৬ শ্রমিক আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত