ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

কালজয়ী উপন্যাসিক ‘বিষাদ সিন্ধু”-এর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী’ উপলক্ষে রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান শামসুন নাহার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন এবং মাতা দৌলতন নেছা। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত