এক দফা, এক দাবি, সিন্ডিকেট থেকে সরে যাবি- এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি সেক্টেরের বর্তমান পরিস্থিতি এবং প্রান্তিক খামারিদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখা। গত মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর হতে একটি মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ ৬ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজাহার আহমেদ খান, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাবের ইসলাম জিমি, আইনবিষয়ক সম্পাদক এন্তাজুল হক ও অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিমণ্ডমুরগির ন্যায্য মূল্য বাস্তবায়ন করতে হবে, মুরগির বাচ্চার সংকট সমাধান করতে হবে, ফিড ও মুরগির বাচ্চার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, মুরগির বাচ্চার দাম কমিয়ে বন্ধ প্রাপ্তিক খামারিদের উৎপাদনে ফিরিয়ে আনতে হবে।