ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

ভোলার লালমোহন উপজেলা শাখার জামাতে ইসলামীর আমির ও শুরা সদস্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার রুকন সম্মেলন গোপন ভোটের মাধ্যমে আগামী ২৫ ও ২৬ সালের জন্য আমির পুনর্নির্বাচিত হয়েছেন লালমোহন কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস কাজি মাওলানা আব্দুল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার নুরুল ইসলাম। এ ছাড়াও রুকনদের ভোটে আরো ছয়জন শুরা সদস্য নির্বাচিত হয়েছেন, নাজিরপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন, পাঙ্গাসিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নুর মোহাম্মদ হেলালী, ইসলামিক মডেল মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা লোকমান হোসাইন, নাজিরপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কাজি সাইফুল ইসলাম, ধলিগৌরনগর ইউনিয়ন আমির পূর্বধলিগৌরনগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক নোমান, লালমোহন মডেল একাডেমির প্রধান আজিম উদ্দিন খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত