শ্যামনগরে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়ক জাত করায় নুরনগর সেমি অটো রাইস মিল মালিকদ্বয়কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকালে নুরনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। পণ্যপাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন করায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে প্যাকেটজাত করার অপরাধে রাইসমিলটির স্বত্বাধিকারী বখতিয়ার আহম্মেদ ও বিজয় কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।