ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া আদালত পাড়ায় ফ্যাসিবাদ সরকারের ছাত্রলীগ নামধারী গুণ্ডাবাহিনী দ্বারা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেসময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের লুৎফর রহমান কুমার, আব্দুল জিহাদ, নুরুন্নবী বাবু, সোহাগ মাহমুদসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামি দিনে দুপুরে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় পুলিশের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। বক্তারা আরো বলেন অতি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনে সোপর্দ করতে হবে। না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত