ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি মুক্তিযোদ্ধা কলেজ

নতুন অধ্যক্ষ রফিুকল ইসলাম

নতুন অধ্যক্ষ রফিুকল ইসলাম

কিশোরগঞ্জের তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে রফিকুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে এপদে নিয়োগ প্রদান করা হয়।

অধ্যক্ষ রফিকুল ইসলামের আগে কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। নতুন অধ্যক্ষকে এরই মধ্যে বরণ করে নিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক এসএম কামাল উদ্দিন, প্রভাষক আবুল কাশেম খান প্রমুখ বলেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম স্যার গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্বে যোগদান করায় আমাদের শিক্ষক স্টাফ, সুশীল সমাজ, রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত