ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ পাঠাগার উদ্বোধন

মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ পাঠাগার উদ্বোধন

সহজে এক জায়গা থেকে ভালো বই পেতে হলে পাঠাগার গড়ে তোলার বিকল্প নেই। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযুদ্ধা তোফায়েল আহমেদ পাঠাগার উদ্বোধন করেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. তোফাজ্জল হোসেন সবুজ। গতকাল বুধবার পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, বিশেষ অতিথি বীর মুক্তিযুদ্ধা আওম শফিক উল্যা, উপজেলা নির্বাহী অফিসার অভি দাশ, প্রিয় ব্রত চৌধুরী, শিক্ষক সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম এ বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ডেপুটি কমান্ডার বিএনপি, সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এম. এস. আলম, চন্দ্রগঞ্জ থানা বিএনপি সাবেক ইউপি চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সি, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী করীম, যুগ্ম আহ্বায়ক মো. আলী, মনির হোসেন, জেলা যুব দলের সদস্য এনায়েত উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী প্রমুখ। পাঠাগারের জন্য মৃত্যুর আগে বীর মুক্তিযুদ্ধা তোফায়েল আহম্মেদ ৩০০টি বই দিয়ে পাঠাগারটি উদ্বোধন করার চেষ্টা করেন কিন্তু তার আগে তিনি গত ২২ তারিখ রাতে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত