ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সেচের কারণে শত একর কৃষিজমি অনাবাদি থাকার শঙ্কা

সেচের কারণে শত একর কৃষিজমি অনাবাদি থাকার শঙ্কা

চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন সদর উপজেলার বাগাদি ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণ সাখুয়া গ্রামে সেচ ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিয়েছে। সঠিক সময়ে সেচ প্রকল্প চালু না হলে প্রায় শত একর জমির বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ওই এলাকার সেচ ম্যানেজারের হেয়ালীপনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। কৃষকরা বলছেন গত বছর সেচ ম্যানেজার ফজলুর রহমান খান সেচের পানি বন্ধ করে দেয়ায় আমন ও বোরো মৌসুমে তারা ধান উৎপাদন করতে পারেনি। এ বছরও একই পরিস্থিতির শিকার হতে যাচ্ছেন স্থানীয় সাধারণ কৃষকরা। সরেজমিন ওই এলাকায় গিয়ে কৃষকদের সাথে কথা বললে এমন তথ্য জানা যায়। বর্ষা মৌসুমের আমন ধানের আবাদ হলেও বর্তমানে বোরো ধান আবাদের প্রস্তুতির জন্য খালি পড়ে আছে জমিগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর বিকল্প সেচের মাধ্যমে কৃষকরা পানির ব্যবস্থা করতে চাইলে সেখানেও বাঁধার সৃষ্টি করেন সেচ ম্যানেজার ফজলুর রহমান খান। যে কারণে পশ্চিম ব্রাহ্মণ সাখুয়া বিলের প্রায় ১০০ একর কৃষি জমির ফসল আবাদ বন্ধ ছিল। ওই গ্রামের কৃষক আলমগীর শেখ, হাবিব মাঝি ও মান্নান মুন্সি জানান, দীর্ঘদিন ধরে আমরা এখানে ধান আবাদ করে আসছি কিন্তু আমরা সেচের পানি নিয়ে স্কিম ম্যানেজারের গাফিলতিতে সবসময়ই বিপাকে পড়ি। সেচের পানি দিয়ে আমাদের চেয়ে তিনি সবসময় লাভবান হন বেশি। এরপরও পানি ব্যবস্থাপনায় সেচ ম্যানেজারের হেঁয়ালীপনায় আমাদের অতিষ্ঠ করে তুলেছে। গত বছর তিনি ইচ্ছাকৃতভাবে পানির সেচ বন্ধ রেখে আমাদের ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করে। তারা আরো জানান, আমাদের এখানে একটি গ্রামীণ সড়কের কাজ করতে গিয়ে সেচের ড্রেন ক্ষতিগ্রস্ত হয়। এই অজুহাতে সেচ ম্যানেজার আমাদের পানি দেয়া থেকে বঞ্চিত করে। অথচ সড়কের কাজ করার সময় সড়ক নির্মাণ কর্তৃপক্ষ ও কৃষকদের আবেদন থাকা সত্ত্বেও তিনি পানি সেচের ড্রেন মেরামত করেননি। এছাড়াও পানির পাইপ ও বিকল্প ব্যবস্থা করার কথা বললেও তিনি রাজি হননি। আরেক কৃষক মান্নান মুন্সি জানান, ক্ষতিগ্রস্ত ড্রেন মেরামতের কথা বলে স্কিম ম্যানেজার ফজলুর রহমান গত বছর উপজেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকার বরাদ্দ আনে। অথচ এ পর্যন্ত ড্রেন মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি। এ বছর বোরো ধানের আবাদ সামনে রেখে স্কিম ম্যানেজার কৃষি জমি বাদ দিয়ে স্থানীয় বিভিন্ন মানুষের ভিটে জমির উপর দিয়ে ড্রেন নির্মাণ করতে যান। এতে স্থানীয় মানুষ ফুসে উঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগকারী স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ খান ও শামীমা আক্তার বলেন, সেচ ম্যানেজার ফজলুর রহমান কৃষিজমি বাদ দিয়ে আমাদের ভিটা জমির ওপর দিয়ে ড্রেন নির্মাণ করতে চেষ্টা করে। এজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠান। এতে সেচ ম্যানেজার ক্ষিপ্ত হয়ে ওই প্রতিনিধি দলের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে সেচ ম্যানেজার পালিয়ে যায়। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, কৃষি জমি রেখে বসতি জমির ওপর দিয়ে সেচের ড্রেন নির্মাণ কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। মূলত সেচ ম্যানেজার নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কৃষি জমি বাদ দিয়ে এই ড্রেন নির্মাণ করতে চাচ্ছে। এখানে আমাদেরও কৃষি জমি রয়েছে। ধান আবাদের জন্য আমরা বিকল্প সেচব্যবস্থা করতে চাইলেও তিনি বিভিন্নভাবে হুমকিধমকি দিয়ে বাধার সৃষ্টি করে যাচ্ছেন। সেচ ম্যানেজার ফজলুর রহমান খান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এগুলো মিথ্যা। তবে সেচের ড্রেন তো অন্যের জমি দিয়েই দিয়েছে। এখন রাস্তা হয়েছে বিধায় সমস্যা সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ সেচটা বন্ধ করার ষড়যন্ত্র করছে। আমি এখন আর সেচের কোনো কাজ করতে চাই না। কৃষকরা সিদ্ধান্ত নিবে কাকে দিয়ে সেচের পানির ব্যবস্থা করবে। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থল তদন্ত করেছি। অভিযোগের সততা পাওয়া গেছে। ওখানকার জমি মালিক হচ্ছে ওখানকার স্থানীয় বাসিন্দারা। তারা যদি স্বেচ্ছায় জমি না দেয় তাহলে সরকারি কোন প্রকল্প হবে না। কৃষকের জন্য যেহেতু সেচের প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার চেষ্টা করা হবে। যাতে করে কারো কোনো ক্ষতি না হয় এবং সেচের ব্যবস্থাও করা হয়। বরাদ্দের বিষয়ে তিনি বলেন, এমন একটি প্রস্তাবনা ছিল, তবে ড্রেন করার মতো জায়গা না পাওয়ায় প্রস্তাবটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত