ইসকন নিষিদ্ধের দাবি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
‘হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু ইসকন এক নয়’ এই স্লোগানকে সামনে রেখে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গায়েবানা জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।