ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন

আমান উল্লাহ আমান
দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন

জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

আমান বলেন, শেখ হাসিনা দম্ব করে বলেছিল শেখ মুজিবরের মেয়ে পালায় না। ছাত্র জনতার আন্দোলন সব ফেলে পালিয়েছে। ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের নামে জনগণের সাথে প্রহসন করেছে হাসিনা। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার। তাই সময় নষ্ট না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ, তালুকদার নুরুল আলমের সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, হজরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলুসহ হজরতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত