ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

সিরাজগঞ্জে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে এ স্মরণসভা হয়। এ স্মরণসভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদ হোসেন, ছাত্র সমন্বয়ক জুবায়ের ঈশান, মুনতাসির মেহেদী প্রমুখ। এ সভায় আন্দোলনে জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আহত ও নিহতদের বাবা-মা এই আন্দোলনে সন্তান হারানোর বেদনার কথা তুলে ধরেন। আর কোনো স্বৈরাচারী সরকারের আবির্ভাব না ঘটে। স্মরণসভায় শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত