ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু নিয়ন্ত্রণ কাজে ব্যস্ত মশক নিধন কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণ কাজে ব্যস্ত মশক নিধন কর্মীরা

চলতি মৌসুমে ভেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভায় প্রতিদিন ছয়জন মশক কর্মী কাজ করছেন।

বীরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলকায় ঘুরে দেখা যায় ঝুঁকিপূর্ণ এলাকা বীরগঞ্জ সরকারি কলেজ মোড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, গোলাপগঞ্জ মোড়, আরিফ বাজার, খানসামা রোড, মাইক্রো স্ট্যান্ড, ফিসারী মোড়, স্লুইচ গেট, জেলখানা মোড়, বসুন্ধরা আবাসিক এলাকা, শান্তিবাগ, পোষ্ট অফিস মোড, সেন্টার মোড়, বলাকা মোড়সহ বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকি করছেন। এ ব্যাপারে বীরগঞ্জ পৌরসভার মশক কর্মী মমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের ১টি টিম গঠন করা হয়। সেই টিম প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এ ব্যাপারে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দিপঙ্কর বর্মন জানান, প্রতিনিয়ত ডেঙ্গুর নিয়ন্ত্রেণে মশক নিধনে কাজ করে যাচ্ছে ছয়জন কর্মী। এ ছাড়া ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন এলাকায় মাইকিং লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত