ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গুর্জিপাড়ায় বিএনপি’র কর্মিসভা

গুর্জিপাড়ায় বিএনপি’র কর্মিসভা

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান বিএনপি’র সাংগাঠনিক সভার অংশ হিসেবে গত বুধবার সন্ধার পর বড়দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এক সাংগাঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বড়দরগাহ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কায়রো সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেরা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউনয়ন বিএনপি’র সদস্য সচিব বখতিয়ার রহমান। সভায় প্রধান অতিথি তার বক্তব্য সাইফুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার যখন দেশে একটা সুষ্ট নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তখন আওয়ামী লীগ সরকারের দোসরেরা দেশে অরাজকতা তৈরি করতে তৎপরতা চালাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা বিদেশে বসে নানা চক্রান্ত করছে। দেশের জনগণকে এ চক্রান্ত রুখে দিতে হবে। আর এ জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে। যেন কোনো ক্রমেই দেশ আবার হাসিনার দোসরদের নিয়ন্ত্রণে না যায়। আমরা আগামীর বাংলাদেশ গড়বো একটা দুর্নীতি ও শোষনমুক্ত বাংলাদেশ। পরে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে এ কর্মী সভার পর রাতেই ভেন্ডাবাড়ীতেও অনুরুপ এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত