ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ আহত ৯

আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ আহত ৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে আধিপত্য নিয়ে প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামের প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। এরই জের ধরে গত বৃহস্প্রতিবার রাতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকারী একটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারো সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, এ সংঘর্ষের ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত