ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু

দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন এখন আর বগুড়ার নয়, এটি সারাদেশের কবিদের অনুষ্ঠান। প্রতিবছর এই কবি সম্মেলন মানুষের মাঝে সম্প্রতি ও ভালবাসা ছড়িয়ে দেয়। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সংগঠন। বাংলাদেশের কবিদের লেখা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলো তখন সারাবিশ্ব জেনেছিল বাঙালি নামে একটি জাতি। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন আরো জেগে উঠেছিল। তারপর দেশভাগ হলো, বাংলাদেশ স্বাধীন হলো সবখানেই কিন্তু লেখকরা তাদের লেখনির মাধ্যমে জানান দিয়েছে। একটি জাতির পথপ্রদর্শক হিসেবে লেখকরা এগিয়ে যান। লেখকরা লেখার মাধ্যমে বিদ্রোহ করে যায়। তাদের শক্তি কলমে। তাদের চাওয়া পাওয়া তাদের লেখার মাধ্যমে প্রকাশ করে থাকে। যে অসংগতিতে লেখনির মাধ্যমে তা কবিতা, গান, নাটক, সিনেমা হয়ে মানুষের মাঝে প্রকাশ ঘটায়। তাই প্রতিটি কবি তাদের লেখার মাঝে নিজেকে খুঁজে পায়। অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান রোটারিয়ান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু। উদ্বোধনের আগে কবি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত