কক্সবাজারের টেকনাফে এবার ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তিন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটেছে। তবে অপহৃতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে এসআই দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকযোগে ৭-৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া পাহাড়ি ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে ট্রাকটি থামায়। পরে গাড়িতে থাকা ট্রাকের হেলপারসহ ছয়জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে জানিয়ে দস্তগীর হোসেন বলেন, অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অন্য তিনজনের সন্ধান পাওয়া যায়নি। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। দস্তগীর জানান, পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৫০ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৯৩ জন স্থানীয় বাসিন্দা, ৫৭ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।