ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার

কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার

হবিগঞ্জে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্পের আওতায় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় এই সেমিনার ও মেলা আয়োজন করা হয়। গতকাল শনিবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল। সঞ্চালনা করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, বাংলাদেশের কৃষিখাতের প্রেক্ষাপটে যেসব কৃষি যন্ত্রপাতি প্রয়োজন সেসব টেকসই যন্ত্রপাতি আমাদের দেশে তৈরি করতে হবে।

এ জন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বয় সাধণের মাধ্যমে কাজ করতে হবে। এ ছাড়া সঠিক ভ্যালু চেইন নির্ধারণের মাধ্যমে দ্রুত পচনশীল কৃষিপণ্য যেন মানুষের কাছে তাজা অবস্থায় পৌঁছায় তা নিশ্চিত করতে বাজার ব্যবস্থার দিকেও মনযোগ বাড়াতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মো. নূরুল আমীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত