ইসকনকে নিষিদ্ধের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
সন্ত্রাসীদের কোনো জাতি, বর্ণ, গোত্র নেই এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সুন্দরগঞ্জে উ-গ্রবাদী ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ছাত্র জনতার আয়োজনে পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিক্ষোভ মিছিলটি পূণরায় বাহিরগোলা মসজিদ মোড়ে এসে শেষ হয়।
এতে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এ সময় সর্বস্তরের ছাত্রজনতার পক্ষে বক্তব্য দেন রেজোওয়ানুল ইসলাম, আনোয়ার হোসেন, নুর আলম নুর, কামরুল হাসান, সোহেল রানা, আমিনুল ইসলাম, রাব্বী সরকার প্রমুখ।