আমিন-আমিন ধ্বনিতে শেষ হলো যমুনা পাড়ের ইজতেমা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে পৌর এলাকার যমুনা নদীর শহর রক্ষা বাঁধ (হার্ডপয়েন্ট) তীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এই ইজতেমা শেষ হয়। দেশ ও জাতির কল্যাণে মাওলানা শামসুদ্দিন বিশেষ মোনাজাত করেন। এরআগে গত বৃহস্প্রতিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে জেলা তাবলিগ জামাতের (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমা শুরু হয়। ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মাদারীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ। তাবলিগ জামাতের জেলা ফয়সাল শূরা সদস্য ডা. এসএম নাজিম উদ্দীন সাংবাদিকদের জানান, আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। এ ময়দানে সৌদি আরব, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নত সম্পর্কে বয়ান করেন। এ বিষয়ে পুলিশ সুপার মো. ফারুক হোসেন আলোকিত বাংলাদেশকে বলেন, জেলার আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সুন্দর পরিবেশে শেষ হয়েছে। তাদের নিরাপত্তায় জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে বলে তিনি উল্লেখ করেন।