জেপি নেতা শাজাহান মোল্লা আর নেই
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক ও পাঙ্গাসিয়া বাজার কমিটির সাবেক সভাপতি সমাজসেবক শাজাহান মোল্লা (৮৮) গতকাল শনিবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলোইবুনিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পাঙ্গাসিয়া বাজারে আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হবে। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।