মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে আবারো মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য ইমরান আহমেদ সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।