রাজবাড়ীতে তাবলীগ জামাতের সাদপন্থিরা অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল সোমবার রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে জেলা ও উপজেলা পর্যায়ের সাদপন্থিরা জমায়েত হন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং দোয়া-মোনাজাত করেন। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা দাবি করেন, আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় তাদের আমির মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে আগমনের অনুমতি দেয়া হোক। তাদের অভিযোগ, বিগত ৭-৮ বছর ধরে তাদের আমিরকে দেশে আসতে বাধা দেয়া হচ্ছে।