ঢাকা ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু সচেতনতায় খাল সংস্কার

ডেঙ্গু সচেতনতায় খাল সংস্কার

পিরোজপুরের ভান্ডারিয়ায় কচুরিপানায় ভরাট হওয়া নাব্যত হারানো খাল স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় ধাওয়া ইউনিয়নের বকশি, অক্কা ও নাঙ্গল খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল সোমবার ধাওয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাশ্রমে স্থানীয় গ্রামবাসি, স্বেচ্ছাসেবক পরিবেশকর্মী ও রেডক্রিসেন্ট সদস্যরা অংশ নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, থানার অফিসার ইনচার্জ আহমেদ আনয়ার, ধাওয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ইদ্রিস আলী মোল্লাসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা স্বেচ্ছাসেবকদের সঙ্গে খালের কচুরিপানা ও ময়লাআবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত