মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে ডিসির বিশেষ উদ্যোগ

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলার সার্বিক উন্নয়নের অন্যতম বাধা ঢাকার সঙ্গে ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একুশ জেলার উন্নয়নের প্রবেশদ্বার হলেও সেতুর সঙ্গে পদ্মার এই পাড়ের সংযোগের প্রথম জেলা শরীয়তপুর।

সেতু চালু হওয়ার আড়াই বছর পার হলেও শেষ হয়নি ২৭ কিলোমিটার সড়কের কাজ। এতে শুধু জেলার সার্বিক উন্নয়নই ব্যাহত হয়নি ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। মহাসড়কের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চালু করে জনগুর্ভোগ কমাতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন সংশ্লিষ্ট সব দপ্তর প্রধানসহ সাংবাদিকদের সঙ্গে নিয়ে দ্রুত কাজ শেষ করতে পদক্ষেপের অংশ হিসেবে গতকাল সোমবার পরিদর্শন শেষে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) আসলাম উদ্দিন, শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খেশ নাবিল হোসেন বলেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ও এনডিসি সোহেল রানা। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ৩ নভেম্বর শরীয়তপুরে যোগদানের পর আমি জেলার সব জনগুরুত্বপূর্ণ কাজের বিষয়ে নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সব দপ্তর প্রধানদের নিয়ে বৈঠক করে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করি। সবার সঙ্গে আলোচনা শেষে শরীয়তপুর-ঢাকা মহাসড়কটি অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সব দপ্তর প্রধানদের নিয়ে শরীয়তপুর থেকে নাওডোবা জিরো পয়েন্ট পর্যন্ত পরিদর্শন করে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।