নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি উঠেছে। এই দাবিতে গতকাল সোমবার নেত্রকোণা জেলাবাসির ব্যানারে পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা নাম পরিবর্তন করে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধন চলাকালে সোলায়মান ফকির, সানাউল হক মাসুম, সাবেক চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সেলিকুর রহমান ফকির স্বপন, সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, এনাম আহমেদ, তাজ উদ্দিন ফারাস সেন্টু, চেয়ারম্যান নাজমুল হক ও লুৎফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে মানববন্ধনকারীরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। এদিকে, শেখ হাসিনা নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়টির নাম নেত্রকোণা বিশ্ববিদ্যালয় করার দাবিতেও ইতোপূর্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে বলে জানা যায়।