মাদক চাঁদাবাজি বন্ধে এসপির হুঁশিয়ারি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মাদকের ভয়াবহতা, সন্ত্রাস এবং পরিবহন ও হাট-বাজারসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এ জন্য তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করার জন্য পুলিশকে নির্দেশ দেন। গতকাল সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, মানুষ যাতে ভালো থাকে সে জন্য জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, যানজট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন ও বিভিন্ন মহলের নেতাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে কাজ করা হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুর রহমান, খন্দকার আশফাকুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাজ্জাদ করিম খান, কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। পুলিশ সুপার তার কর্মকালীন সময়ে সবার সহযোগিতা কামনা করেন।