ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জমি বিরোধে সেনাসদস্যকে কুপিয়ে হত্যা

জমি বিরোধে সেনাসদস্যকে কুপিয়ে হত্যা

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি বিরোধের জেরে ওয়াসিম (২৬) নামে এক সেনাসদস্য খুন হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওয়াসিম ওই গ্রামের আবুল হাসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাসেন আলীর সঙ্গে তারই আপন ভাই সালামের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

হাসেন আলীর ছেলে ওই জমিতে ধান কাটতে গেলে তারই চাচাতো ভাই রঞ্জুর দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান তিনি। শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্য, র‌্যাব-১৪ এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনাসদস্য ওয়াসিমকে তার প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আরো অধিকতর তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে কয়েকটি গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত