১৫ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি ব্যবসায়ী মান্নান ফকিরকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি এনায়েতপুর থানার আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের ছেলে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বলেন গত সোমবার দুপুরে যমুনা নদীর আজুগড়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালু লুটের ৭টি মামলা রয়েছে। এদিকে তার অবৈধভাবে গড়ে তোলা ‘ভাসমান কফি হাউস’র নির্মাণকাজ বন্ধ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।