বিএনপির মানববন্ধন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপি’র আহ্বায়ক হাতেম খানকে নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের, স্বপন বনিক প্রমুখ।