বিজয় দিবসের প্রস্তুতি সভা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্ততি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, বাংলাদেশ জামায়তে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, আগস্টে শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা, সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম প্রমুখ।