শহীদ ও আহতদের স্মরণে দোয়া

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজ পুরের কাউখালীতে বৈষম্যবিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানে সারাদেশে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল দশটায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি মো. সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা জামায়তের আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাফিজুর রহমান, মানজুর লিওন প্রমুখ। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের আত্মীয়-স্বজনরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।