রাজবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে মহিলা ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার বাবুপাড়া, সুজনগর এবং শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুকুল মিয়া, কাশেম আলী, সুজন, মারিয়া এবং ফামিদা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতরা জানান, একটি পাগলা কুকুর হঠাৎ আক্রমণ শুরু করে এবং পথচারী ও স্থানীয়দের ওপর ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে অনেকে নিজেদের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। তবে কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: কুতুবউদ্দিন জানান, ‘কুকুরের কামড়ে আক্রান্ত ৭ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। বাকিরা যেন দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেন এবং ভ্যাকসিন নেন, এটি খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, কুকুরের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ ও সময়মতো ভ্যাকসিন নেওয়া হলে সংক্রমণ এড়ানো সম্ভব। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এলাকাবাসী এই পাগলা কুকুর থেকে রক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।