কক্সবাজার সদরের খুরুশকুল থেকে দুটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। গত সোমবার রাতে খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাট পাড়াগামী রাস্তার মুখে একটি মাছের ঘেরের সামনে দাঁড়ানো সিএনজি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। আটকরা হলেন- সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংকরোড়ের মুহুরীপাড়ার বজল কবিরের ছেলে সিএনজিচালক আবদুর রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) ও দক্ষিণ মুহুরীপাড়র মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান(৫৪)। পুলিশ সুপার জানান- অভিযানটি পরিচালনা করে প্রথমে আলামতসহ সিএনজিচালক রহিমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওসমানকে লিংক রোড থেকে আটক করা হয়। কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অস্ত্রসহ আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।