ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভাধীন আলিয়াবাদ হতে কাউতলী ও আলীয়াবাদ হতে বিশনন্দী ফেরিঘাট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ন্যায্য ভাড়া নির্ধারণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর থেকে আলীয়াবাদ গোলচত্বরে সপ্তাহব্যাপী এ গণশুনানি চলে?। এতে যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশা ড্রাইভারদের সাথে সরজমিনে মতামত শুনেছেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। গণমতামত লিপিবদ্ধ করা হয়।
যাত্রীরা অভিযোগ করেন, আলীয়াবাদ থেকে কাউতলী ২২ কিলোমিটার রাস্তায় চলমান ১২০ টাকা ভাড়া খুবই বেশি। এতে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। যাত্রীরা ৬০-৮০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানায়। অপরদিকে আলীয়াবাদ হতে বিশনন্দী ফেরিঘাট পর্যন্ত ২০০ টাকা ভাড়ার পরিবর্তে ১৫০ টাকা দাবি করেন। ড্রাইভার ও মালিকপক্ষ ভিন্নমত প্রকাশ করেন। তারা জানান, এলপিজি গ?্যাস ব?্যবহারে খরচ বেশি এবং সারাদিনে মাত্র দুই ট্রিপের বেশি দেওয়া যায় না। এতে আনুসঙ্গিক খরচাদি করে তেমন রোজগার হয় না। তাই ভাড়া উভয়পক্ষের সহনীয়ভাবে নির্ধারণ করার দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, চূড়ান্ত ভাড়া ধার্য্য করার সিদ্ধান্ত নিতে গণশুনানির প্রাপ্ত ডেটা নিয়ে স্টেকহোল্ডারগণের অংশগ্রহণে একাধিক মিটিং হবে। মিটিং এর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে।