ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সারি সারি তালগাছে শোভা বাড়াচ্ছে প্রকৃতি

সারি সারি তালগাছে শোভা বাড়াচ্ছে প্রকৃতি

তালগাছ হারিয়ে যাওয়ার উপক্রম হলেও কৃষি বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তালের ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে। তাল গাছ সংরক্ষণের জন্য কৃষি বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগে শেরপুরের নকলা উপজেলার প্রায় প্রতিটি মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও বিভিন্ন গ্রামিণ সড়কের দুই পাশে সারি সারি তাল গাছ পথচারিসহ সবার নজর কাড়ছে। সৌন্দর্য্য বেড়েছে কবর স্থান, ঈদগাহ, স্কুল, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের। এ সব তাল গাছ বজ্রপাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাল গাছ রোপণ করতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের পাশে, কবর স্থান, ঈদগাহ, স্কুল, মসজিদ, মাদরাসাসহ চলমান নির্মিত উরফা উদ্যানপার্কে তালগাছ রোপণ করা হয়েছে। তথ্য মতে, ২০১১-১২ অর্থ বছরেই উপজেলায় ৫ হাজার থেকে ৬ হাজার তালবীজ রোপন করা হয়েছে। উপজেলায় সব মিলিয়ে ২৫ হাজার থেকে ৩০ হাজার ছোট-বড় তালগাছ রয়েছে। রাস্তার দুই পাশে যে দিকে চোখ যায় শুধু ছোট-মাঝারী তালগাছ দেখাযায়। উচু তালগাছে গাছে ধরা তালফল ও বাবুই পাখির ঝুলন্ত বাসা এবং পাখির কিচিমির শব্দ কার না ভালো লাগে।

এই ফলের আদি নিবাস আফ্রিকাতে হলেও বাংলাদেশে কমবেশি সব জেলাতেই দেখা যায়। সুপরিচিত ফলগুলোতে তালের অবদান কম নয়। ভাদ্রমাসে তালের পিঠা, তালের পাখা, তাল পাতার পাটি, মাদুর, চাটাই ও ছাতা ইত্যাদি বাংলার ঐতিহ্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশেষ কর্মসূচির আওতায় বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্প ও বাংলাদেশ সুগার ক্রপস রিসোর্স ইনস্টিটিউট, বন বিভাগ ও জামালপুর হর্টিকালচার সেন্টারসহ নকলা অসহায় সহায়তা সংস্থা, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা, ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন নকলা শাখা, ব্লাড ব্যাংক অব নকলা, রক্তসৈনিক বাংলাদেশ’র নকলা শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সামাজিক বনায়ন এন্ড ট্রেনিং সেন্টার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে উপজেলার প্রায় প্রতিটি এলাকার প্রতিটি রাস্তার দুই পাশে ও ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান চত্বরে তালের বীজ রোপন করা হয়। এরই মধ্যে কিছু কিছু গাছ বেশ উঁচু হয়েছে। তাতে বেড়েছে রাস্তার সৌন্দর্য; আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের। রাস্তা ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশেষ কর্মসূচির আওতায় বছর ব্যাপী ফল উৎপাদন প্রকল্প ও বাংলাদেশ সুগার ক্রপস রিসোর্স ইন্সটিটিউটের সহযোগিতায় উপজেলার উরফা ইউনিয়নের উরফা ইকো পার্ক ও রাস্তার পাশে ২ সহস্রাধিক তালের বীজ রোপণ করা হয়। এ ছাড়াও জামালপুর হর্টিকালচারের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার আয়োজনে ঢাকা-নাকুগাঁও স্থলবন্দর রাস্তার নকলার পাইস্কা মোড় হতে গড়েরগাঁও মোড় পর্যন্ত রাস্তার দুইপাশে ১,১৫০টি দেশীয় উন্নত জাতের তালের বীজ রোপণ করা হয়।

এ সব তালগাছ উন্নত ফলন ও বর্ধনশীল। এ সব তাল বীজ রোপণ কর্মসূচিতে তৎকালীন কৃষি মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান মহাপরিচালকরা, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিচালক, শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক ও ডিটিও, জামালপুর হর্টিকালচারের উপ-পরিচালক, উদ্যান কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তারা, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত