৩১ দফায় নতুন রূপের বাংলাদেশ : বুলু

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু বলেছেন- বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব, গণতান্ত্রিক এবং অসম্প্রদাহিক দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের নতুন রূপের বাংলাদেশ। এখানে উগ্রবাদীদের জায়গায় নেই। গতকাল মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী করিমপুর হরিজন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন হরিজন পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, ঢাকাস্থ ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোক্তার হোসাইন, উপস্থিত অনেকেই। এ সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আজ হরিজন পরিবারের মাঝে আমরা ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি, ইনশাআল্লাহ আগামীতেও অসহায় এই পরিবারগুলোর মধ্যে আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।