গতকাল মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে বীরগঞ্জ হানাদারমুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন,বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ জোনালের ডিজিএম ফেরদৌস আলম প্রমুখ।