ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় জুটমিল পুনরায় চালুর দাবি

জাতীয় জুটমিল পুনরায় চালুর দাবি

সিরাজগঞ্জে জাতীয় জুটমিল পুনরায় চালুর দাবিতে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পাট শ্রমিকদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই মিলের ১ নং মিলগেট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, সিরাজগঞ্জ জাতীয় জুটমিল (কওমি জুটমিল) বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা কর্মস্থল হারিয়ে বেকারত্ব হয়ে পড়েছে। অনেক শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছে। সরকার এরমধ্যেই বেশ কয়েকটি জুটমিল চালুর উদ্যোগ নিয়েছে। তবে এরমধ্যে সিরাজগঞ্জের জাতীয় জুটমিল থাকতে হবে। কৃষিনির্ভর এ জেলায় ব্যাপক পাট উৎপাদন হয়। এ মিল বন্ধ থাকায় কৃষক স্থানীয়ভাবে পাটের দাম পাচ্ছে না। বিগত সরকার শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার পলিথিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিকল্প হিসেবে পাটের তৈরি বস্ত্র ব্যবহার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বকেয়া বেতন দেয়ার দাবি করছি এবং কওমী জুট মিলটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রমিকদল নেতা বিশা শেখ, এম. এ ওয়াহাব, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম লিটন, আরিফুল ইসলাম রিগান, জেল হোসেন বাবু, মনিরুজ্জামান মনির, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, হাসান শেখ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত