গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসন প্রতিবন্ধী সহায়তা ও কল্যাণ কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য রেলি বের হয়। পরে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মইনুল ইসলামের সভাপত্তিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর -এ -আলম এবং বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তা বিলকিস আরা ফয়েজ, অনামিকা পান্ডে, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহনেওয়াজ, জেলা ভক্তা অধিকারের কর্মকর্তা মমতাজ বেগম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সিলভাস্টার গমেস এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনির মামুন।
রাজশাহী : রাজশাহী নগরীর পশ্চিম টলিপাড়া ক্লাব প্রাঙ্গণে এসডিডি প্রকল্প কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার, খেলাধুলা সামগ্রী ও ছাগল বিতরণ করা হয়। এ সময় রাজশাহী শহর সমাজসেবা অফিসার শফি মাহম্মদ, কারিতাস কর্মকর্তা মি. স্বপন এল গমেজ, রাসিক উন্নয়ন কমিটির সভাপতি মি. এভারিষ্ট হেমব্রম, রাসিক প্রতিবন্ধি নরী ফেরামের সভানেত্রী শিলা মুরমু, মন্ডুমালা ধর্মপল্লীর ফাদার পল কস্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
রংপুর : রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে সাইটসেভার্স এর অর্থায়ন এবং সহায়তায় ডিসট্রিক্ট ইনকু¬িসভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়। র্যালি শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান। বিভাগীয় সমাজসেবা বিভাগের পরিচালক জিলুফা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন।