ঈশ্বরদীতে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মুন্নাফ হোসেন ওরফে মুন্না উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃত খলিল ফকিরের ছেলে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার মুলাডুলি রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মুন্নাফ হোসেনের নিকট থেকে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।