ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুই বছর ধরে জন্ম নিবন্ধন বন্ধ

দুই বছর ধরে জন্ম নিবন্ধন বন্ধ

সাতক্ষীরা শ্যামনগর পৌরসভাতে দুই বছর ধরে জন্ম নিবন্ধন সনদ বন্ধ থাকায় বিপাকে পড়েছে পৌরবাসী। বিশেষ করে শিশুদের স্কুলে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে নানান সংশয় সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের প্রথম বছরেই পৌরসভার শতাধিক শিশুকে স্কুলে ভর্তিতে আগ্রহী অভিভাবকরা। কিন্তু তার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জন্ম নিবন্ধন সনদ। শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ারা, আজিজুর রহমান আজিবর বলেন, নতুন পৌরসভা ঘোষণার পর থেকেই প্রায় দুই বছরের অধিক সময় ধরে শ্যামনগর সদরে জন্ম নিবন্ধন সনদটি বন্ধ রয়েছে, যার কারণে সাধারণ মানুষ ব্যাপক হয়রানির শিকার হচ্ছে। তাদের প্রিয় সন্তানদেরকে স্কুলে ভর্তিসহ টিকা প্রদান ও অন্যান্য কাজে নানান সমস্যায় পড়ছে। পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দেলোয়ারা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধন সনদটি বন্ধ থাকায় পৌরসভার প্রায় শতাধিক শিশুকে নতুন বছরে স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। জন্ম নিবন্ধন সনদ ছাড়া স্কুল, মাদ্রাসায় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে ভর্তি নেয়া হচ্ছে না, এমন অভিযোগ রয়েছে অভিভাবকদের। পৌরসভার ৬নং ওয়ার্ডের আলম শেখ বলেন, জন্ম নিবন্ধন সনদ না থাকায় আমার শিশু সন্তানটাকে ভালো স্কুলে ভর্তি করতে পারেনি দুই বছর ধরে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের প্রিয় সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ৬নং ওয়ার্ডের সদস্য ফারজানা বলেন, আমার সন্তানের বয়স সাত বছর হলেও এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন ভুক্ত করতে পারিনি। জন্ম নিবন্ধন সনদ নেয়ার ক্ষেত্রে যে জটিলতা বিরাজ করছে ,এ অবস্থা যদি চলমান থাকে তাহলে শ্যামনগর পৌরসভার শত শত শিশু সন্তানদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। এ বিষয়ে শ্যামনগর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস বলেন, পৌরসভা গেজেটভুক্ত হওয়ার পর থেকে জন্ম নিবন্ধন সনদের আইডিটি বন্ধ আছে, প্রশাসকের মাধ্যমে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের চিঠি পাঠানো হয়েছে। তবে এটি দ্রুত চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। শ্যামনগর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। তিনি বলেন, বিষয়টি আমি শোনামাত্রই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। পাশাপাশি বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত