গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি চেষ্টার অভিযোগে সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত দুই কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোল্লা নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।
আটক কারারক্ষীরা হলেন- ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো: মোয়াজ্জেম হোসেনের ছেলে মামুন চৌধুরী (২৮)। যার কারারক্ষী নং-৪৩০৪৬ এবং একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (২৯)। যার কারারক্ষী নং-৪২৮৮৮।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর এক মাদককারবারিক আটক করে। তার কাছ থেকে অবৈধভাবে অর্থ লাভের উদ্দেশ্যে তারা একটি নীল রং এর সুজুকি মোটরসাইকযোগে এক জোড়া হ্যান্ডকাফসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের স্থানীয় লোকজন সেখানে অবস্থান করেন এবং তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে খবর দেন।
এরপর খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই রুবেল আহম্মেদ, এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই কারারক্ষীদ্বয়কে প্রাপ্তি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। সেখানে জনগইের উপস্থিতিতে তাদের পুলিশ হেফাজতে নিয়ে তাদের কাছে থাকা এক জোড়া হ্যান্ডকাফ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) আনা হয়। সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোল্লা নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।