পাবিপ্রতিতে নতুন উপ-উপাচার্যের যোগদান
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। গতকাল রোববার নবনিযুক্ত উপ-উপাচার্য কর্মস্থলে যোগদান করেছেন। পাবিপ্রবি’র উপাচার্য দপ্তরে যোগদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন।