হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীর মশুড়িয়া পাড়া ঈশ্বরদী সরকারি কলেজের পেছনে অরণ্য ছাত্রাবাসে চাঞ্চল্যকর তপু হত্যা মামলার অন্যতম আসামি সোহেল রানাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।তিনি জানান, গত শনিবার রাতে গাজিপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ি মাদ্রাসা বাজার এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।সোহেল রাজশাহী জেলার বাঘা থানার চক রাজাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।