ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ পরিবারকে ইজিবাইক দিলেন বিভাগীয় কমিশনার

শহীদ পরিবারকে ইজিবাইক দিলেন বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য একটি ইজিবাইক উপহার দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের পক্ষে শহীদ সুমনের বাবাগঞ্জের আলীর হাতে এ উপহার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি। বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, ২৪-এর গণঅভুত্থানে ওই শহীদ পরিবারকে আনুষ্ঠানিকভাবে এ উপহার দেয়া হয় এবং শহীদ পরিবারের খোঁজখবর রাখার জন্যও সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম, পুলিশ ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সুমনের পরিবারের সদস্য ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার গঞ্জের আলীর ছেলে সুমন ৪ আগস্ট গুলিতে নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত